সয়া কচুরি

Copy Icon
Twitter Icon
সয়া কচুরি

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 3
  • 15 - 20 টি সয়াবিন বরি


  • 2 কাপ ময়দা


  • 1 চামচ আদা বাটা


  • 1 চামচ কাঁচা লঙ্কা বাটা


  • 1/2 চামচ হলুদ


  • 1 চামচ করে লবণ ও চিনি


  • 1/2 চামচ গরম মসলা গুঁরো


  • 2 চামচ তেল

Directions

  • প্রথমেই ময়দাতে নুন চিনি তেলের ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ।
  • এবার সয়াবিন গুলো সেদ্ধ করে জল ঝড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম।
  • এবার কড়াইতে তেল গরম করে কালোজিরে ফোড়ন দিয়ে একসঙ্গে বাটা আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সয়াবিন দিলাম,
  • নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কষতে থাকলাম।
  • ভাজতে ভাজতে শুকনো হয়ে আসলে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম।
  • এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম।
  • এক একটা লেচি কে হাতে বাটি মতো করে পরিমাণ মত পুর ভরে মুখ বন্ধ করে দিলাম।
  • এবার কচুরির মত আস্তে আস্তে বেলে নিলাম।
  • এবার কড়াইতে তেল গরম করে ছাকা তেলে ভেজে নিলাম।
  • আমি মিক্সড তরকার সাথে পরিবেশন করেছি।